জামালপুরে আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ আকাশের জামিন না মঞ্জুর করায় আদালত বর্জন  

মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫

জামালপুর প্রতিনিধিঃ-

জামালপুরে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশের জামিন না মঞ্জুর করায় আইনজীবীদের আদালত বর্জন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমানের আদেশের প্রতিবাদে ক্ষুব্ধ আইনজীবীরা । এ কারনে আদালতের সকল কার্যক্রম তারা বর্জন করে।

মঙ্গলবার সকালে জামালপুর সদর থানা পুলিশ জুলাই-আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের হামলার সম্পৃক্ততার অভিযোগে দায়ের করা মামলায় অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশকে আদালতে সোপর্দ করা হয়। এরপর দুপুরে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে তোলা হয়। এ সময় জামিন না মঞ্জুর করার আদেশের সাথে সাথেই আদালত কক্ষে থাকা ক্ষুদ্ধ আইনজীবীরা আদালত বর্জন করেন। এই বিষয়টি জানাজানি হলে জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সকল কার্যক্রম আইনজীবীরা বর্জন করে। এতে করে আইনি সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। এ ব্যাপারে বক্তব্য জানতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান মন্টুকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গতকাল সোমবার জামালপুর জেলা ও দায়রা জজের বিদায় অনুষ্ঠান শেষে করে বাসায় ফেরার পথে সন্ধ্যায় জামালপুর জেলা আইনজীবী সমিতির ৮ বারের সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশকে গ্রেফতার করে পুলিশ।