জামালপুরে আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

আবুলকাশেম জামালপুরঃ-

জামালপুরে আমার দেশ পত্রিকার সম্পাদকসহ সকল সাংবাদিকের নামে মামলা-হামলা-নির্যাতন বন্ধের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়। ২৬ এপ্রিল দুপুরে জেলা প্রেস ক্লাব চত্বরে আমার দেশ পাঠক মেলা এই মানববন্ধনের আয়োজন করে। আমার দেশ পাঠকমেলা জামালপুর জেলার সভাপতি সাংস্কৃতিক কর্মী জাকিউল ইসলাম খান টিপু এতে সভাপতিত্ব করেন।

 

আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন-বক্তব্য রাখেন-জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি বাংলাদেশ বেতার ও এসএ টিভির ফজলে এলাহী মাকাম, সহসভাপতি ইত্তেফাক ও নিউ নেশনের সংবাদদাতা শাহ জামাল, জামালপুর আইন কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট রফিকুল আলম, সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুরের সাবেক সভাপতি অজয় কুমার পাল, আমার দেশের জামালপুর জেলা প্রতিনিধি ইউসুফ আলী, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, মোহনা টিভির উসমান হারুনী, এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো: মিরাজুল ইসলাম, আমার দেশের সরিষাবাড়ী প্রতিনিধি সোলায়মান বাবু, মাদারগঞ্জ প্রতিনিধি খাদেমুল ইসলাম প্রমুখ।