আবুল কাশেম জামালপুর প্রতিনিধিঃ-
জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ঢেংগাগড় এলাকার বাসিন্দা মৃত সুরুজ সরর্দারের ছেলে মো. জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে মোটা অংকের টাকা ছিন্তাইয়ের অভিযোগে অদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলা সুত্রে জানাযায়, উপজেলার ঢেংগাগড় এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম গত ৭ মে/২৩ইং তারিখ সন্ধ্যা সাড়ে ৭টায় তার বন্ধকী জমি ফেরৎ নিতে ১লক্ষ ৮০হাজার টাকা নিয়ে বটতলা বাজার থেকে ওই এলাকার বাসিন্দা উমর আলী সরদারের বাড়ি যাওয়ার পথে একই এলাকার বাসিন্দা মৃত আকবর সর্দারের ছেলে আলীনুর সরদার,ও মিজানুর রহমান, মৃত ফজলুল হকের ছেলে মাসুদ করিম,সংসের আলী পুত্র দেলু মিয়া,ইলেপ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম এবং মৃত
মুরাদুজ্জামানের ছেলে লাভলু মিয়া তাকে অপহরণ করে নির্জ্জন স্থানে নিয়ে যায়। পরে তাকে বেধড়ক পিটুনি দিয়ে মারাত্বক আহত করে প্রাণনাসের অপচেষ্টা চালায়। এ সময় তার আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসার পুর্বেই কাছে থাকা তার বন্ধকীূ জমির সমোদয় টাকা ছিন্তাই করে নিয়ে চলে যায় মামলার বিবাদীগণ। এ ব্যপারে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাদী হয়ে জামালপুর আদালতে একটি মামলা দায়ের করেছেন। সিআর মামলা নং ১৫৭/২০২৩। মামলাটি আদালতের বিজ্ঞবিচারক আমলে নিয়ে গত ১৪ মে/২০২৩ইং তারিখে অধিকতর তদন্তের স্বার্থে ক্রাইম ইন বেস্টিগেশন (সিআইডি)তে প্রেরণ করছেন।