জামালপুরে গণহত্যা দিবস পালিত 

শনিবার, মার্চ ২৫, ২০২৩

আবুল কাশেম জামালপুর প্রতিনিধিঃ 

 

জামালপুর প্রতিনিধিঃ আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের দাবির মধ্যে দিয়ে জামালপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে জামালপুরে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলন করে জামালপুর প্রেসক্লাব এবং সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১, এর নেতৃবৃন্দ।এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতাসহ ১৯৭১ সালের ২৫ মার্চ এবং মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও প্রেসক্লাব এবং সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১, জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও সেক্টর কমান্ডারস

ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১, এর জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক মোঃ সুরুজ্জামান, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১, এর জেলা শাখার যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান সেলিম, কার্যকরি সদস্য পোগলদীঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, জামালপুর জেলা অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনর সভাপতি শওকত জামান প্রমূখ।এ সময় জামালপুর প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা, সদস্য, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১, জেলা শাখার অন্যান্য কর্মকর্তা, সদস্য, মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির মানুষ উপস্থিত ছিলেন।