জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

রবিবার, জুলাই ২৭, ২০২৫

 

আবুল কাশেম জামালপুরঃ-

জামালপুরে ৪ হাজার ১০ পিস ইয়াবা উদ্ধার সহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জামালপুর সদরের দয়াময়ী মোড় এলাকার খন্দকার আলী আকবর আজম (৪৬), বোষ পাড়া এলাকার শাহরিয়ার আহমেদ শিপু (৩০), কাচাসড়া এলাকার সাগর রহমান শাকিল(২৫)।রবিবার (২৭ জুলাই) বিকাল ৪ টায় জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি কার্যালয় সুত্রে জানা গেছে, জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর অফিসার ইনচার্জ নাজমুস সাকিব এর নেতৃত্বে প্রতিনিয়ত মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে ডিবি পুলিশ৷ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৬ টায় শহরের দয়াময়ী মোড় এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শাহরিয়ার আহমেদ শিপু এবং সাগর রহমান শাকিলের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার কর হয় । ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে দ্বিতীয় দফায় খন্দকার আলী আকবর আজমের বাসায় রবিবার গভীর রাতে বোষপাড়া এলাকার সাততলা ভবনের চতুর্থ তলা থেকে আকবর আজমকে গ্রেফতার করা হয়। তার দেহ ও বাসায় তল্লাশী চালিয়ে ১৪০০ পিস ইয়াবা (পলিথিন পুটলায়), ৬০০ পিস ইয়াবা (জিপার ব্যাগে), ২০০০ পিস ইয়াবা (আলমারিতে রাখা ৪০টি পোটলায় মোট ৪০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মুল্য ১২ লক্ষ ৩ হাজার টাকা। এ ছাড়াও ১ গ্রাম ইয়াবা গুড়া এবং নগদ ২৮ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডিবির ওসি মো: নাজমুস সাকিব জানান,গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারায় জামালপুর সদর থানায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ পিপিএম বলেন, জামালপুর জেলা পুলিশ বরাবরই মাদক ও অপরাধ নির্মূলের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমরা বিশ্বাস করি, মাদক একটি সামাজিক ব্যাধি, যা শুধু ব্যক্তি নয়, একটি গোটা প্রজন্মকে ধ্বংস করতে সক্ষম। এই প্রেক্ষাপটে মাদকবিরোধী অভিযান আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি আরো জানান, জামালপুর জেলার গোয়েন্দা শাখা (ডিবি-১) সম্প্রতি যে সফল অভিযান পরিচালনা করেছে, তা শুধু প্রশংসনীয় নয়, বারা অনুকরণীয়। এই অভিযান পরিচালনায় ডিবি-১ এর অফিসার ইনচার্জ নাজমুস সাকিব এর বলিষ্ঠ নেতৃত্ব, পেশাদারিত্ব, গোয়েন্দা দক্ষতা দেখিয়েছেন বলে জানান।