জামালপুর প্রতিনিধিঃ
লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, শিশু সুরক্ষা এবং প্রজনন স্বাস্থসেবা বিষয়ক জামালপুরে দিনব্যপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১৩ জানুয়ারি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ স্বাগত সাহা।
ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম আয়োজিত ওরিয়েন্টেশনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার সানজিদা হোসেন প্রাপ্তি, ডাঃ রাফিয়া সুলতানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘ জামালপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন।
ওরিয়েন্টেশনে জামালপুর পৌরসভা ও সদর উপজেলার ১৫ টি ইউনিয়নের জনপ্রতিনিধি, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি, পেশার ৬০ জন প্রতিনিধি অংশ নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ স্বাগত সাহা বলেন লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ করতে পারলে এবং প্রজনন স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি হলে নারী ও শিশু সুরক্ষাসহ সমাজে শান্তি ও স্থিতিশীলতা সৃষ্টি হবে। তিনি জামালপুর এরিয়া প্রোগ্রামের কার্যক্রম ১৫টি ইউনিয়নে সম্প্রসারণ করায় উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানান। এতে সরকারের স্বাস্থ্যসেবা উন্নয়নে ভূমিকা রাখবে।
ওরিয়েন্টেশনে জেন্ডার, জেন্ডার এবং সেক্স এর মধ্যে পার্থক্য, জেন্ডার ভিত্তিক সহিংসতা, সহিংসতার কারণ, লিঙ্গভিত্তিক সহিংসতার ধরণ এবং ফলাফল, জিবিভি নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানসমূহ, জিবিভি সুরক্ষায় বিভিন্ন আইনে পুলিশ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয়, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, বাল্যবিয়ে, প্রজননতন্ত্র ও প্রজননতন্ত্রেও সংক্রমণ ও যৌনরোগ এবং যৌনরোগ হলে করণীয়, বয়ঃসন্ধিকাল ও কৈশোর শাররীরিক ও মানসিক পরিবর্তন, কৈশোরের ঝুঁকি, ঝুঁকি প্রতিকারে করণীয়. কৈশোরকালীন পুষ্টি,শিশু সুরক্ষা এবং কমিউনিটির করণীয়, রিপোটিং, রেফারাল সিস্টেম, ফাইভ জিরো প্লাস, এনাফ ক্যাম্পেইন এবং দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে বিশ্লেষণমূখী আলোচনা করা হয়।