আবুল কাসেম জামালপুর জামালপুর জেলা প্রতিনিধঃ–
জামালপুর জেলার দিকপাইত ইউনিয়নের মেঘা গ্রামে রাস্তার পাশে ও বসতবাড়ি ঘেঁষে পুকুর খনন করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে একটি সংঘবদ্ধ চক্র। দিকপাইত ইউনিয়নের মেঘা গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র আবুল হোসেনের বাড়ির ঘেষে রকই সাথে তিনটি পুকুর খনন করার হুমকির মুখে পড়েছে তার বসতবাড়ি। আসছে বর্ষাকালে যেকোনো মূহুর্তে ভারী বর্ষনে ধসে পড়া আশংকায় রয়েছে ভুক্তভোগী এবং তার পরিবার।
ভুক্তভোগী মোঃ আবুল হোসেনের অভিযোগ সুত্রে জানা যায়, একই গ্রামের ইদু শেখের চার ছেলে মোতালেব, সামাদ, আকবর ও বিল্লাল মিলে পুকুরের কোন প্রকার পাড় বা পুকুর রক্ষা বাধ নির্মাণ ছাড়াই, তার বাড়ির চারপাশে তিনটি পুকুর খনন করেন। এবিষয়ে প্রতিবাদ করতে গেলে আবুল হোসেন কে মারধর করেন সংঘবদ্ধ চক্রটি। এ বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আবুল এবং তার পুরো পরিবারকে গ্রাম ছাড়া করবে বলেও হুমকি ধমকি দেন অভিযুক্তরা।
দি বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, ১৯৫২ এর ৩ ধারা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া কেউ কোথাও কোন ধরনের পুকুর, জলাশয়,কূপ, সেচ নালা তৈরি করতে পারবে না। এবিষয়ে জানতে মোতালেব গংদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে, জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরাণ বলেন, এজাতীয় কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হবে।