জামালপুরে মাদারগঞ্জে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু

মঙ্গলবার, মে ১৬, ২০২৩

আবুল কাশেম জামালপুর প্রতিনিধিঃ

মাদারগঞ্জে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু করেছে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ।

 

উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সোমবার বেলা ১২টার দিকে এ কার্যক্রম শুরু হয়।

 

প্রতি কেজি ৩০ টাকায় কেনা হচ্ছে বোরো ধান এবং ৪৪টাকা চাল। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকদের কাছ থেকে বোরো ধান এবং মিলারের মাধ্যমে চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ।

 

কার্যক্রমে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিসিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।

 

বোরো ধান কার্যক্রমের উদ্বোধন শেষে খাদ্যগুদামও পরিদর্শন করেন তিনি।

 

মাদারগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক শামীমা নাসরীন জানান, এ বছর ১ হাজার ৩২৮ টন বোরো ধান এবং ৫জন মিলারের মাধ্যমে ৮৬৬ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একজন কৃষক তিন টন ধান দিতে পারবেন।

 

প্রতি কেজি ৩০ টাকায় ধান কেনা হবে এবং ৪৪ টাকায় চাল। উপজেলার সাতটি ইউনিয়নের ও একটি পৌরসভার প্রান্তিক কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ করা হবে।

 

ওই সময় আরও উপস্থিত ছিলেন, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির,মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল, মিল মালিক আলহাজ্ব ওয়াদুদ,সেলিম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী গন।