জামালপুরে মেলান্দহে উপজেলায় সাহিত্য ও বই মেলা অনুষ্ঠিত

শুক্রবার, জুলাই ২৮, ২০২৩

আবুল কাশেম জামালপুর প্রতিনিধিঃ- 

 

জামালপুরের মেলান্দহে দুই দিনের সাহিত্য মেলা এবং বই মেলা ২৮ জুলাই সম্পন্ন হয়। বাংলা একাডেমির তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন এর আয়োজন করেছে। মির্জা আজম অডিটোরিয়ামে অনুষ্ঠিত মেলায় সভাপতিত্ব করেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমপ্রবি) ভিসি ড. কামরুল আলম খান।

প্রধান বক্তা ছিলেন-জেলা পরিষদের চেয়ারম্যান ও কবি সংঘের সভাপতি এডভোকেট বাকিবিল্লাহ। উপজেলার সাহিত্য ও সংস্কৃতি শীর্ষক প্রবন্ধ পাঠ করেন-সৈকত সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক ও ইত্তেফাক সংবাদদাতা মোঃ শাহ্ জামাল। জেলার ৭ উপজেলার কবি-সাহিত্যিক-ছড়াকারদের নিয়ে সাহিত্য বিষয়ে অনুষ্ঠিত হয়।

বঙ্গমাতা শেখফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আব্দুল মাননান, রেজিস্টার ফারুক হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ইউএনও সেলিম মিঞা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের মহাসচিব ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান শেলী, যুগ্ম মহাসচিব আ: লতিফ রেজা, বহুবচন থিয়েটারের সভাপতি এড. আবদুর রাজ্জাক, কবি আব্দুল হাই আল হাদী, আ’লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, কবি সায্যাদ আনছারী, কবি মেহেদী ইকবাল, কবি রজব বকশী, কবি শেখ ফজল, কবি ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল প্রমুখ ব্যক্তিবর্গ এতে বক্তব্য রাখেন। মেলায় ৭টি বুক স্টল স্থান পায়।