আবুল কাশেম জামালপুর প্রতিনিধিঃ-
আদর্শ ও পুষ্টিমান সমৃদ্ধ খাদ্য হিসেবে বহুল পরিচিত সজিনা গাছের চারা বিতরণ করেছে রোটারি ক্লাব অব জামালপুর। শনিবার জামালপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বামুনপাড়া উদয়ন ক্লাব সংলগ্ন মাঠে চারা বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা।
রোটারি ক্লাব অব জামালপুরের প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান বাপ্পীর সভাপতিত্বতে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সাংবাদিক জাহাঙ্গীর সেলিম। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন রোটারিয়ান আব্দুল আহাদ স্বাধীন, আপন, বিট পুলিশ কর্মকর্তা মাজহারুল হক, উন্নয়ন সংঘের এপি ব্যবস্থাপক মিনারা পারভীন, নগর উন্নয়ন কমিটির সভাপতি মিয়ার উদ্দিন মাস্টার প্রমুখ।
জানা যায় এলাকার ৬১৬ টি পরিবারসহ সতশ পরিবারের মাঝে মোট ১৪শ বারোমাসী সজিনা গাছের চারা বিতরণ করা হয়।
রোটারি ক্লাবের ব্যবস্থাপনায় বিতরণ কাজে সহায়তা করে উদয়ন ক্লাব, নগর উন্নয়ন কমিটি এবং জামালপুর এরিয়া প্রোগ্রাম।
সভাসূত্র জানায় রোটারি ক্লাব বামুনপাড়া গ্রামের প্রধান সড়কের দুই পাশে চলতি মাসেই আড়াইশ তাল গাছের চারা রোপন করবে। এ ছাড়া একবছরব্যপী এ গ্রামে হ্যাপাটাইটিস বি রোগের পরীক্ষা, বিনামূল্যে চক্ষু অপারেশন, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, দরিদ্র ও কর্মসক্ষম নারীদের কর্মসংস্থানের ব্যবস্থাসহ বহুমাত্রিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে।