জামালপুরে শাটডাউনের প্রতিবাদে ইসলামপুর বিএনপির বিক্ষোভ

মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫

 

জামালপুর প্রতিনিধিঃ-
আওয়ামী লীগ আহুত শাটডাউনের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম গ্রুপ সমর্থিত নেতাকর্মীরা উপজেলা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ বের করে করে শহর প্রদক্ষিণ করে। এরপর বটতলা মোড়ে পথসভায় মিলিত হয়। ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামালপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার প্রমূখ ব্যক্তিবর্গ এতে বক্তব্য রাখেন।