
জামালপুর প্রতিনিধিঃ-
খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’ এ স্লোগান সামনে রেখে এবং অপুষ্টিজনিত রোগ-ব্যাধি থেকে প্রজন্মকে রক্ষা এবং সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে গঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। ২৬ আগস্ট মঙ্গলবার সদর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকী।
উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত সভায় অনুষ্ঠানে সার্বিক সহায়তা করে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম ও জেসমিন প্রকল্প।
এতে মুখ্য আলোচক ছিলেন কমিটির সদস্য সচিব ও সদর উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, উন্নয়ন সংঘের মানবসম্পদ পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর এপি ম্যানেজার মিনারা পারভীন প্রমুখ।
সভায় অর্ধশতাধিক সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে জামালপুরে পুষ্টি উন্নয়ন কার্যক্রমে অসামান্য অবদান রাখার জন্য উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের প্রতি প্রশংসা করেন। বক্তারা এলাকা সম্প্রসারণের জন্য সংস্থা দুটির প্রতি আহ্বান জানান। পাশাপাশি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সচেতন করতে পুষ্টি বিষয়ক উদ্বুদ্ধমূলক আলোচনা করার জন্যও গুরুত্বারোপ করা হয়।