আবুল কাশেম জামালপুর জেলা প্রতিনিধঃ-
জামালপুরে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধর ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে আওয়ামীলীগ নেতা ও পৌর মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ করেছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ র্কমসূচির আয়োজন করা হয়। এ সময় বিক্ষোভকারী জামালপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নূর হোসেন আবাহনীকে নির্মমভাবে মারধর ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেফতার করায় পৌর মেয়র ছানোয়ার হোসেনের বিচার দাবি ও নূর হোসেন আবাহনীর মুক্তি দাবি করেন। বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয়ের ফটক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে পৌর মেয়রের কুশপুত্তলিকা দাহ করে। উল্লেখ্য, গতকাল বুধবার ফেসবুক লাইভে এসে পৌর মেয়রের বিরুদ্ধে জমি দখলসহ বিভিন্ন অনিয়ম-র্দুনীতির নিয়ে বক্তব্য দেয় সাবেক ছাত্রলীগ নেতা নূর হোসেন আবাহনী, এরপর তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পৌর মেয়রের বাড়িতে আবহনীকে মারধর করে পুলিশে সোর্পদ করা হয়। পরে পৌর মেয়র ছানোয়ার হোসেন বাদি হয়ে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আবাহনীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই ঘটনায় শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে।