জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

শুক্রবার, নভেম্বর ১, ২০২৪

আবুল কাশেম জামালপুরঃ-

জামালপুরে স্ত্রী তিথি বেগমকে (২০) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী মো: আহসান হাবীবকে (২৬) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই রায় দেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী শাহ মো: এনায়েত হোসেন জানান, দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী গ্রামের মো: এনু শেখের মেয়ে তিথি বেগমের সাথে ২০১৯ সালে ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের আজাহার আলীর ছেলে মো: আহসান হাবীবের পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একজন ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে তিথি বেগমকে নির্যাতন ও মারধর করত তার স্বামী। বিয়ের তিন বছর পর ২০২২ সালের ১২ এপ্রিল রাতে আহসান হাবীব তার স্ত্রী তিথি বেগমকে এক লক্ষ টাকা যৌতুকের দাবীতে মারধর করে ও এক পর্যায়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ হত্যা করে। এই ঘটনার পরের দিন তিথির মামা ইসলামপুর উপজেলার কাছিমা ফারাজীপাড়া গ্রামের আব্বাস আলী ফরাজী (৫২) ইসলামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামীর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ৯ জন স্বাক্ষীর স্বাক্ষের ভিত্তিতে সন্দেহাতীতভাবে হত্যাকান্ডের বিষয়টি আদালতের কাছে প্রমাণিত হয়। বিচার প্রক্রিয়া শেষে আসামী আহসান হাবীবের উপস্থিতিতে আজ দুপুরে রায় ঘোষণা করা হয়। রায়ে আসামীকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন বিচারক। এই রায়ে সন্তুষ্ট বলে জানিয়েছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী।

মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মুতাকাব্বির রুবেল।