জামালপুরে হত্যা মামলার প্রধান আসামী খুলনা থেকে গ্রেফতার

বুধবার, এপ্রিল ১৭, ২০২৪

আবুল কাশেম জামালপুরঃ-

জামালপুর সদর উপজেলার কৈডোলা উত্তরপাড়া এলাকার আব্দুল করিম হত্যা মামলার পলাতক এক আসামীকে খুলনা থেকে গ্রেফতার করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সোবহান আলী(৩৬)। সে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পলিশা গ্রামের খোকন মিয়ার ছেলে। গতকাল বুধবার ভোরে খুলনা মহানগর রেল স্টেশন এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

জামালপুর র‌্যাব ১৪ সিপিসি-১ এর অধিনায়ক মেজর মোঃ আবরার ফয়সাল সাদী জানান,নিহত আব্দুল করিমের সহোদর বোন নুরে জান্নাত ইতির স্বামী দীর্ঘ দিন ধরে বিদেশে অবস্থান করছিলেন। এই সুযোগে একই গ্রামের তারা মিয়া(৪০)এর সাথে আব্দুল করিমের বোনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে আব্দুল করিম বিষয়টি জানতে পেরে বোন নুরে জান্নাত ইতির প্রবাসী স্বামীকে ঘটনাটি খুলে বলে। এতে নুরে জান্নাত ইতি ও তারা মিয়া ক্ষিপ্ত হয়ে আব্দুল করিমকে হত্যার সিদ্ধান্ত নেয়। ব্যবসার কাজে ২০২৩ সালের ৮ আগস্ট বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আব্দুল করিম। নিখোঁজের দু’দিন পর মাদারগঞ্জ উপজেলার দক্ষিন গজারিয়া দউপাড় ব্রীজের নীচ থেকে আব্দুল করিমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আব্দুল করিমের স্ত্রী আশামনি মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ মূলহোতা তারা মিয়াকে গ্রেফতার করেন। পরবর্তীতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট ১৬৪ ধারা জবানবন্দী দেয়ার সময় তারা মিয়া গ্রেফতারকৃত মোঃসোবহান আলীর নাম উল্লেখ করেন। মাত্র ৬০ হাজার টাকার বিনিময়ে সোবাহান হত্যাকান্ডে পরিকল্পনা করেন এবং চার সহযোগি মিলে আব্দুল করিমকে শ্বাসরোধে হত্যা করেন। মামলার প্রধান দুই আসামী গ্রেফতার হলেও বাকী আসামীরা এখনও পলাতক রয়েছেন বলে জানান মেজর সাদী ।