আবুল কাশেম জামালপুরঃ-
জামালপুর জেলার প্রকৃত মুক্তিযোদ্ধাদের তিন দফা দাবিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর সোমবার বিকালে জামালপুর শহরের মাতৃসদন রোডে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় প্রায় ৩ শতাধিক প্রকৃত মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। সাবেক স্বাস্থ্য উপ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের সভাপতিিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কম্যান্ডের কমান্ডার বীর মুক্তি মোখলেসুর রহমান হিরো। সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাদিম তালুকদার। থানা কমান্ডের সাবেক কমান্ডার জালাল উদ্দিন। বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু আবু বক্কর প্রমুখ। বক্তারা প্রত্যেকেই তাদের বক্তব্যে উল্লেখ করেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমরা ৮০ হাজার মুক্তিযোদ্ধা অংশগহণ করে দেশ স্বাধীন করেছিলাম।আজ ৫৩ বছর পর বিভিন্ন দলীয় সরকার এসে ভুয়া মুক্তিযোদ্ধা সন্নিবেসন করে ৩ লাখ ছাড়িয়েছে। তাই এসব ভুয়া মুক্তিযোদ্ধা প্রতিটি জেলায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে যাচাই-বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা প্রকাশ করতে হবে। আর এসব তালিকা দলীয় সরকারের আমলে যাচাই-বাছাই করা সম্ভব নয়। প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করতে হলে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই করতে হবে। এখনোই মোক্ষম সময়। কাল ক্ষেপন না করে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিতাড়িত করার জন্য উদাত্ত আহ্বান জানান। সর্বশেষ সাধারণ সভার সভাপতি সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা ফারুকী আজমসহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে তিনটি দাবি পেশ করেন।
দাবিসমুহ: ভুয়া মুক্তিযোদ্ধা মুক্ত প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়ন। প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা জাতীয় সংসদে উপস্থাপন এবং পাস। প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্ট্যাটাস কি হবে তা জনসমক্ষে উল্লেখ করতে হবে।