জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫

 

আবুল কাশেম।।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​আজ দুপুরে জামালপুর শহরের স্টেশন বাজার মাদ্রাসায় এই কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

​এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাওছার, সাধারণ সম্পাদক মনজুরুল করিম সুমনসহ আরও অনেকে।

​বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার বাস্তবায়নে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আপোসহীন সংগ্রামের কথা তুলে ধরেন। তাঁর রোগ মুক্তি কামনা ও সুস্থতার জন্য তারা দেশবাসীর কাছে দোয়া আহ্বান জানান।

​পরে কোরআন খতম, ফাতিহা পাঠ এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।