রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার জামালপুর ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন তমিজ উদ্দিন মৃধা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির আদেশক্রমে কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত পত্রে তাকে জামালপুর ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত করা হয়।
একই সাথে মোঃ আনিসুর রহমান কে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত করা হয়েছে।
তমিজ উদ্দিন মৃধা কে কলেজের সভাপতি নির্বাচিত করায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন।
তমিজ উদ্দিন মৃধা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এএসএম আমানউল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন যারা আমাকে বিভিন্ন সময়ে অনুপ্রাণিত করেছেন, সার্বিকভাবে সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।