
আবুল কাশেম জামালপুরঃ-
জামালপুর পৌরসভার চন্দ্রাগ্রামে নিজ নামে খারিজকৃত জমি জোরপূর্বক বেদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
আজ বুধবার (২৩ জুলােই) সকালে পাথালিয়া এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও অবঃ সামরিক বাহিনীর সেনা সদস্য মোঃ মজিবুর রহমান, বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ মিজানুর রহমান কামাল সহ আরো অনেকে। এ সময় বক্তারা জানান, পাথালিয়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমানের ছেলে বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ মিজানুর রহমান চাকুরির সুবাদে বগুড়া সেনানিবাসে অবস্থান করে। এই সুযোগে ওযারিস সুত্রে ও ডিগ্রি মূলে পাপ্ত জমি ওয়ারেন্ট অফিসার মোঃ মিজানুর রহমান কামালের চন্দ্রা মৌজায় পার্শবর্তী জমির মালিক শামসুল হক মাষ্টারের ছেলে আরিফুল হক দুদু,মৃত কাবেল সরকারের ছেলে মোঃ হুমায়ন জোরপূর্বক জমি বেদখলের জন্য ১৭.৫০ শতক জমির সীমানা খুটি উপড়ে ফেলে সহ ঘর নির্মান করে। এছাড়া জমিতে গেলে নানা ধরনের হুমকী ধামকী দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এ ব্যপারে জামালপুর পৌরসভার চন্দ্রা মৌজায় বিআরএস খতিয়ান নং ৮৯৮,৮৯৯ সংশোধীত খতিয়ান নং ৩২০৩, দাগ নং ১২৫২,১২৫৪,১৩৮৬ জমির পরিমান ১৭.৫০ শতাংশ নামজারি মামলা নং ৭৫৯১(ওঢ-ও) ২০২৩-২৪ ও নামজারি মামলা নং ৮৫৪১(ওঢ-ও) ২০২২-২৩ সঠিক ভাবে পরিমাপ করার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদনও করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ মিজানুর রহমান কামালের নিজ নামে ডিজিটাল জরিপ ও খাজনাদি পরিশোধ করা সত্তেও জোরপূর্বক দুদু,রোকসানা,হুমায়ুন কামালের জমির জোরপূর্বক ঘর নির্মান করে জমি বেদখলের পায়তারা ও হুমকী ধামকী দেওয়ার প্রতিবাদ ও সরকারী ভাবে জমি পরিমাপ করার জন্য প্রশাসনের হস্থক্ষেপ কামনা কলেছে ভুক্তভোগী পরিবার ও এলাকা সচেতন মহল।