জামালপুর পৌর প্রশাসকের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান প্রদান

সোমবার, নভেম্বর ১০, ২০২৫

 

জামালপুর প্রতিনিধিঃ-

জামালপুর পৌরসভার পৌর প্রশাসকের উদ্যোগে নিম্ন আয়ের মানুষদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ ১০ নভেম্বর সোমবার বিকালে জামালপুর পৌরসভা মিলনায়তনে এই আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক মৌসুমী খানম। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামালপুর পৌর নির্বাহী কর্মকর্তা মো: হাফিজুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা মো: শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট আরো অনেকে। এই কার্যক্রমের মাধ্যমে অসহায় নাগরিকরা তাৎক্ষণিক উপকার পেয়েছে এবং পৌরসভার সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন আরও দৃঢ় হয়েছে বলে জানানো হয়েছে। এ সময় জামালপুর পৌরসভায় ৮ জন অসহায় ব্যক্তির মাঝে নগদ ৯৯ হাজার টাকা প্রদান করা হয়।