জামালপুর শহরের বগাবাইদে ডিস লাইনের ব্যবসায়ী তারা মিয়াকে প্রাণ নাসের হুমকীর অভিযোগ

বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫

 

আবুল কাশেম জামালপুরঃ-

জামালপুর শহরের বগাবাইদ বোর্ডঘর এলাকার ডিস লাইন ক্যাবল ব্যবসায়ী পৌর বিএনপি নেতা মোঃ আরজু আহমেদ তারার ডিস লাইন সংযোগ এর তার কেটে নিয়েছে দেউরপার এলাকার সুরতারা গ্রামের মোঃ জিয়াদ খান ও তার সহযোগী মোঃ শরীফ উদ্দিন,মোঃ স্বাধীন, মোঃ আসাদুল, মোঃ ফয়জুর রহমান । এ বিসয়ে ডিস লাইন ক্যাবল ব্যবসায়ী পৌর বিএনপি নেতা মোঃ আরজু আহমেদ তারা জামালপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছে। সদর থানায় অভিযোগের প্রেক্ষিতে জানা যায়,
বগাবাইদ এলাকার ডিস লাইন ব্যবসায়ী ও পৌর বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আরজু আহমেদ তারা দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে সুনামের সাথে ডিস লাইন ব্যবসা করে আসছে। গত ৪ আগস্ট সকালে, দেউরপাড়া চন্দ্রা এলাকার সুরপাড়া গ্রামে ইন্টারনেট ও ডিস লাইনের কাজ করতে গেলে সুরতারা গ্রামের মোঃ জিয়াদ খান ও তার সহযোগী মোঃ শরীফ উদ্দিন,মোঃ স্বাধীন, মোঃ আসাদুল, মোঃ ফয়জুর রহমান ডিস লাইন ব্যবসায়ী তারার দোকানের কর্মচারী মোঃ মনি মিয়া ও তারার ছেলে ১১ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক শোয়েব আহমেদকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ওই এলাকায় ডিস লাইনের ব্যবসা করতে দিবে না বলে নানা ধরনের হুমকি ধামকি প্রদান করে।
এছাড়া ওই এলাকায় ডিস লাইন ব্যবসায়ী তারা স্থাপিত কয়েকশো গজ ডিস লাইনের তার কেটে ফেলে ঐ এলাকার ডিস লাইন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ বিষয়ে তারা মিয়া জিহাদ খানের কাছে বিষয়টি জানতে গেলে তাকে উল্টো হুমকি-ধামকি দেয় ও তার সন্ত্রাসী বাহীনি নিয়ে তারা মিয়ার বাড়িতে গিয়ে তারা মিয়া ও তার পরিবারের লোকজনকে প্রাণ নাসের হমকী প্রদান ও এলাকায় ডিস লাইনের ব্যবসা করতে পারবে না বলেও ধামকী দেয় বলেও অভিযোগে জানানো হয়। বর্তমানে তারা মিয়া ও তার কর্মচারীর পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে বলে সদর থানায় সুরতারা গ্রামের মোঃ জিয়াদ খান ও তার সহযোগী মোঃ শরীফ উদ্দিন,মোঃ স্বাধীন, মোঃ আসাদুল, মোঃ ফয়জুর রহমানের নামে অভিযোগ দায়ের করেছে।
এর পরিপ্রেক্ষিতে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে অভিযুক্ত সুরতারা গ্রামের মোঃ জিয়াদ খান সাথে বার বার মুঠোফোনে যোগাযোগ করেও তোর কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বিশিষ্ট ডিস লাইন ব্যবসায়ী তারামিয়া তার পরিবারের ঝালমাল রক্ষার্থে ও তার এলাকার ডিসাইন ব্যবসা সচল রাখতে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী তারা মিয়া ও এলাকার সচেতন মহল ।