আবুল কাশেম জামালপুরঃ-
জামালপুর সমিতি ঢাকার সাবেক মহাসচিব অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শফিকুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার ওসি তদন্ত আনিসুর আশেকীন জানান, গ্রেপ্তারকৃত অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শফিকুল ইসলামকে সোমবার বিকালে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। গত ৩ আগস্ট জামালপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতা মিছিল বের করে। মিছিলটি মির্জা আজম চত্বর হয়ে নতুন হাইস্কুলে মোড় অতিক্রমের সময় দেশি-বিদেশি অস্ত্র, আগ্নেয়াস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। এ সময় ছাত্রদের ওপর গুলি করা হলে অনেকেই আহত হয় ও আন্দোলনকারী ছত্রভঙ্গ হয়ে যায়। ওই ঘটনায় গত ১ নভেম্বর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদত হোসেন সাগর বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় শফিকুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
মামলার অন্য আসামিরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্য সচিব সাবেক এমপি আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি, যুবলীগ নেতা রেজুয়ান রাজন, মোকলেছুর রহমান, সাইফুল্লা ইসলাম, সাকিবুল আহসান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলাকারী শফিকুল ইসলাম গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে-বিদেশে রসে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিলেন বলেও অভিযোগ উঠেছে। শেখ হাসিনার সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদের ব্যবসায়ী পার্টনার শফিকুল ইসলাম সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন। বিগত ১৭ বছরে তিনি শতশত কোটি টাকার সম্পদ করেছেন। এসব সম্পদের উৎস নিয়ে উঠেছে নানা প্রশ্ন।