জিয়াউর রহমানের মাজারে শ্রমিকদলের নেতাকর্মীদের শ্রদ্ধাঞ্জলি

রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে শেরেবাংলা নগরে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিকদলের হাজারো নেতাকর্মীরা।

 

আজ রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১.৩০ টায় বিএনপি চেয়ারপার্সন এর বিশেষ সহকারী শ্রমিক নেতা এ্যাড.শামসুল রহমান শিমুল বিশ্বাস এর নেতৃত্বে নেতাকর্মীরা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর তারা ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করেন।

 

এরআগে সকাল ১১ টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করেন।

 

শ্রমিকদলের উদ্যোগে শহীদ জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে শিমুল বিশ্বাস এর সঙ্গে এসময় ছিলেন- শ্রমিকদল ঢাকা মহানগর দক্ষিণ এর আহবায়ক শ্রমিক নেতা সুমন ভূইয়া সদস্য সচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর উত্তর উত্তর শ্রমিকদলের ১ নম্বর যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ,দক্ষিণ শ্রমিকদলের ১ নম্বর যুগ্ম আহবায়ক শাহ আলম মোল্লা,যুগ্মআহবায়ক সিরাজুল ইসলাম খান,যুগ্নআহ্বায়ক আনোয়ার হোসেন খান,যুগ্ন আহবায়ক জাকির হোসেনসহ প্রমুখ।

 

এইদিন জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়ার সমাধিস্থলে হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল সহকারে কবর প্রাঙ্গণে আসে। নেতাকর্মীদের মুখে ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া অন্তরে’, টেকনাফ থেকে তেঁতুলিয়া, জিয়া তোমায় ভুলে নাই’ ইত্যাদি স্লোগান দিয়ে সরব থাকে।

 

শেরেবাংলা নগরে এ শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে ফুল দেওয়া হয়।