জিয়াউর রহমানের স্মৃতিচারণ এবং প্রয়াত সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদারের স্মরণসভা

শনিবার, আগস্ট ২৩, ২০২৫



জাতির সংবাদ ডটকম।।
‎বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
‎স্মৃতিচারণ এবং বিএনপির প্রয়াত সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদারের স্মরণসভা অনুষ্ঠিত হয়।

‎২৩ আগস্ট ২০২৫ইং শনিবার সকাল ১০.৩০ মিনিটে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের মহানায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের উন্নয়নের রূপকার, সাবেক সেনাপ্রধান, বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের স্মৃতিচারণ এবং বিএনপির প্রয়াত সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার সাহেবের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল (বিএনসিপি) কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুক পীরসাহেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন সাহেব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে শান্তি-শৃঙ্খলাভাবে ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বর্তমানে এনসিপি এবং জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের কতিপয় কিছু লোক ক্ষমতার লোভে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। কিন্তু পিআর পদ্ধতি দেশ ও জনগণের মতবিরোধী হওয়ায় পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন সম্ভব নয়, তাই দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান সাহেবের আদর্শকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের জনগণের প্রাণ জননেতা তারেক রহমানের নেতৃত্বেই ইনশা আল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণের শতষ্ফূর্ত ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে বলে দেশবাসীর দৃঢ়বিশ্বাস। প্রধান অতিথি মহোদয়ের বক্তব্যের শেষ প্রান্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শের অনুসারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের জনভোটে আগামীর প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান এর আস্থাভাজন জামালপুর জেলার কৃতিসন্তান বিএনপির প্রয়াত সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য রহিমা সিকদার, জাতীয়তাবাদী নাগরিক দলের প্রধান উপদেষ্টা সিনিয়র এডভোকেট এ কে এম আজিজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল (বিএনসিপি)’র কার্যকরী সভাপতি ও দৈনিক শেয়ার বাজার প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমিন আকন্দ, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম হানিফ মাস্টার, প্রফেসর মোঃ হারুন-অর-রশিদ, মনোয়ার হোসেন খান, আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এবিএম হানিফ মাস্টার, সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম কবির, মোঃ শাহীন, মোঃ কুতুব উদ্দিন, আলহাজ্ব ওয়াদুদ মাহমুদী, মোঃ আব্দুল গাফ্ফার খান, আলহাজ্ব হানিফ মিয়া, দ্বীন ইসলাম দেলু, ইসমাইল হোসেন পারভেজ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জাবেদ ইকবাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, মোঃ ইলিয়াস হোসেন পাটোয়ারী, মোঃ সাইফুল ইসলাম, মোঃ নুরুল আলম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মহসীন মোল্লা, ঢাকা জেলা জাতীয়তাবাদী নাগরিক দল (বিএনসিপি)’র সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ঝালকাঠি জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আলম হাওলাদার, মুন্সীগঞ্জ জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোঃ হুমায়ুন হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, সহ-সমাজহকল্যাণ বিষয়ক সম্পাদক দীল জাহান দিজু, জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের সভাপতি মঞ্জুর রহমান ভূঁইয়া প্রমুখ।

‎অনুষ্ঠানের সমাপনীতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল (বিএনসিপি)’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুক পীরসাহেব।