জিয়া মঞ্চের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য ঢাকা মহানগর উত্তরের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শনিবার, অক্টোবর ১৮, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

আগামী ২৫ নভেম্বর জিয়া মঞ্চের ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য এক প্রস্তুতি সভার আয়োজন করেন জিয়া মঞ্চ ঢাকা মহানগর উত্তর।
রাজধানীর নয়া পল্টন জাতীয়তা বাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের ৩য় তলায় শুক্রবার সন্ধ্যা ৬ ৩০ মিনিটে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
জিয়া মঞ্চ উত্তরের প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এবং জিয়া মঞ্চ ঢাকা উত্তর দক্ষিণের টিম প্রধান মোঃ ডালিম শিকদার।
প্রধান বক্তা, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জিয়া মঞ্চ সিলেট বিভাগের টিম প্রধান জিয়া উদ্দিন কাদের।
বিশেষ অতিথি, বাংলাদেশ নদী ও পরিবেশ রক্ষা আধিকার সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা এবং সহসভাপতি হিউম্যান রাইট সোসাইটি কেন্দ্রীয় কমিটি মো:রবিউল ইসলাম রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সাধারন সম্পাদক,জিয়া মঞ্চ কুমিল্লা বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক,আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মোঃ রেজাউল করিম, সঞ্চালনা করেন জিয়া মঞ্চ ঢাকা মহানগর উত্তরের যুগ্ন আহবায়ক ইদি আমিন।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চ ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃউজ্জল, যুগ্ন ও চলতি দপ্তর মোঃ মজনু,
যুগ্ন আহবায়ক জাহিদ, আল মামুন,মোঃ সালাউদ্দিন, তাজমিনুর রহমান টিটো।
ঢাকা মহানগর উত্তরের থানা কমিটির আহবায়ক, যুগ্ন আহবায়ক এবং সদস্য সচিব সহ আরো অন্যান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।