জুলাই আন্দোলনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মী অনিক প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে—স্থানীয়দের প্রশ্ন, আইনশৃঙ্খলা বাহিনী নীরব কেন?

শনিবার, অক্টোবর ৪, ২০২৫

 

মুমিন আহমদ মারুফ, সিলেট প্রতিনিধি:

জুলাই আন্দোলনের সময় ছাত্রদের উপর চালানো নৃশংস হামলার অন্যতম অভিযুক্ত হিসেবে পরিচিত ছাত্রলীগ কর্মী অনিককে ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, অনিক বর্তমানে অনায়াসে সিলেট জেলার বিভিন্ন এলাকায় অবস্থান করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় রয়েছেন। এতে আহত আন্দোলনকারীদের পরিবার ও সাধারণ মানুষ বিস্ময় প্রকাশ করেছেন।

প্রত্যক্ষদর্শী ও আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন ছাত্র জানিয়েছেন, জুলাই আন্দোলনের সময় সংঘটিত হামলায় অনিক সরাসরি জড়িত ছিলেন। তাদের অভিযোগ—“যেখানে সাধারণ ছাত্ররা নির্মমভাবে আক্রান্ত হয়েছে, সেখানে অভিযুক্তরা এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, যা বিচারহীনতার সংস্কৃতিকে আরও গভীর করছে।”

আন্দোলনে আহতদের পরিবার দাবি করেছে, ন্যায়বিচার নিশ্চিত করতে অনিকসহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। তারা প্রশ্ন তুলেছেন—“গুরুতর অভিযোগের মুখে থাকা একজন ব্যক্তি কীভাবে এভাবে প্রকাশ্যে থাকতে পারে এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে পারে?”

মানবাধিকারকর্মীরা বলছেন, এ ধরনের ঘটনায় দ্রুত ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন। তারা প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি, ভিডিও ফুটেজ এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে সাধারণ মানুষ পুলিশ লাইন সিলেট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন—অভিযুক্তদের অবাধ চলাফেরার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে এবং তদন্ত কার্যক্রম এগিয়ে নিতে।

অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযুক্ত অনিক বা ছাত্রলীগের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়রা বলছেন, ন্যায়বিচারের স্বার্থে দ্রুত তদন্ত শুরু করে সত্য উদঘাটন জরুরি।