জাতির সংবাদ ডটকম।।
জুলাই গণঅভ্যুত্থানের কারণও কিন্তু ছিল কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ।
বুধবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
আলোচনায় সভায় আনু মুহাম্মদ বলেন, ‘বাংলাদেশের নাগরিকরা দেশে যেমন মর্যাদা পায় না, বিদেশেও পায় না। বিদেশি মিশনগুলো লোকবল কমের কারণ দেখায়। কিন্তু যারা দায়িত্বে রয়েছেন তারাও প্রবাসীদের সঠিক সেবাটি দেন না, ফোন ধরেন না, কোনও সমস্যা নিয়ে গেলে অন্যের ওপর দায়িত্ব চাপিয়ে দেন। প্রবাসীদের সুরক্ষায় বর্হিবিশ্বে মিশনগুলো কার্যকর ভূমিকা রাখে না।’
তিনি বলেন, ‘বিদেশের মাটিতে যারা বাংলাদেশের মিশনগুলোতে আছেন তাদের জোর গলায় বলতে হবে প্রবাসীরা কেবল সেখানে শ্রমই দেয় না, সে দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখে।’
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের কারণও কিন্তু ছিল কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য। বাংলাদেশে পর্যাপ্ত কর্মসংস্থান নেই। দেশে সুযোগ পান না বলেই বেশিরভাগ বাংলাদেশি নাগরিক বিদেশে কর্মসংস্থানের জন্য আগ্রহ দেখায়। কিন্তু সেখানে গিয়েও তারা নানা হয়রানি হন।’
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটি সেল চালু করা প্রয়োজন মন্তব্য করে আনু মোহাম্মদ বলেন, ‘এমন একটি সেল তৈরি করতে হবে যেখানে সব তথ্য উল্লেখ করা থাকবে। কোন দেশে কী পরিমাণ কর্মীর চাহিদা রয়েছে, তা দেখে যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে তারা কাজ করবে। এছাড়া প্রবাসে কর্মসংস্থানের জন্য আগ্রহী কর্মীরাও দেখতে পারবে কোথায় নিয়োগ দেওয়া হয় এবং কী পরিমাণ কর্মী প্রয়োজন। এতে তারা প্রতারণার শিকার হবেন না।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির বলেন, ‘আমাদের এখান থেকে কর্মীদের দক্ষতার প্রশিক্ষণ দেওয়ার পর যে সনদটি দেওয়া হয়, সেটি আন্তর্জাতিক মানের স্বীকৃত নয়। এই স্বীকৃতিটি আন্তর্জাতিক মানের করার দায়িত্ব একমাত্র সরকারের। কেয়ারগিভিংয়ের দক্ষতা বাড়ানো প্রয়োজন। এর পাশাপাশি ভাষার দক্ষতাও বৃদ্ধি করতে হবে এবং সেটি যদি সামগ্রিকভাবে শিক্ষাগত যোগ্যতায় নিয়ে আসা যায়, তবে কিছুটা উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।’
সাপ্তাহিক প্রবাসনের সম্পাদক খোকন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- রাবিডের সভাপতি আরিফুর রহমান, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ডা. জয়দীপ ভট্টাচার্য, বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রেমিত খন্দকার ও সাপ্তাহিক প্রবাসনের সম্পাদকমণ্ডলীর সদস্য মো. ইলিয়াস হোসেন প্রমুখ।