জুলাই যোদ্ধাদের ০৫ দফা ও ন্যায্য অধিকার নিশ্চিতকরণের দাবি

শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।
‎২৪ জুলাই যোদ্ধা আন্দোলন (কেন্দ্রীয় কমিটি)’র উদ্যোগে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট ৫ দফা দাবীর নিমিত্তে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক রেজাউল কবির রেজা।

আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব,আব্দুল্লাহ আল মামুন,মিরাজ, নবীর,মোহাম্মদ রাজু, সাইদা আক্তার প্রমূখ।

লিখিত বক্তব্যে রেজাউল কবির রেজা বলেন , জুলাই আন্দোলনের সেই কঠিন সময়টায় আমরা জীবনের নিরাপত্তা, পরিবার, ভবিষ্যৎ-সবকিছু পেছনে ঠেলে রাস্তায় নেমেছিলাম। গুলিতে মানুষ মরেছে, নির্যাতনে হাজারো তরুণ পঙ্গু হয়েছে, শত শত পরিবার ভেঙে গেছে। এই পুরো সময়টায় আমরা শুধু স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচারের স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে ছিলাম।

‎কিন্তু সত্যি বলতে কি-বিএনপির ঘোষিত ৩১ দফায়, রাষ্ট্র মেরামতের প্রস্তাবনায়, কিংবা সাম্প্রতিক আন্দোলনকর্মসূচিতে জুলাই যোদ্ধাদের অবস্থান, পুনর্বাসন, দায়িত্ব, নিরাপত্তা বা ভবিষ্যৎ নিয়ে কোথাও কোনো স্পষ্ট পরিকল্পনা নেই। এই নীরবতা কষ্ট দেয়, হতাশ করে, এবং আমাদের ত্যাগকে প্রশ্নের সামনে দাঁড় করায়।

‎এই কারণেই আজ আমরা আমাদের চারটি মৌলিক দাবি তুলে ধরছি। এগুলো শুরু দাবি না-এগুলো আমাদের অস্থিত্ব, আমাদের ভবিষ্যৎ।

৫ দফা দাবী সমূহঃ

‎১: জুলাই যোদ্ধাদের জন্য পৃথক পুনর্বাসন ও ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা। আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্ত, পরিবারহারা, বা জীবিকা হারানো যোদ্ধাদের জন্য স্পষ্ট পুনর্বাসন পরিকল্পনা চাই। এটা মানবিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব-এবং রাজনৈতিকভাবে অপরিহার্য।

‎২। সকল জুলাই যোদ্ধাদের জন্য বিশেষায়িত সাইনি সহায়তা কমিটি গঠন: মিথ্যা মামলা, হয়রানি, গ্রেপ্তার, খানায় নির্যাতন-সবকিছুর জন্য বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় একটি Dedicated Legal Support Cell গঠনের দাবি জানাই। যারা আন্দোলনে সবচেয়ে বেশি এগিয়ে ছিল, তারা এখন মামলার বোঝা নিয়ে জীবন চালাচ্ছে।

‎৩: আহত জুলাই যোদ্ধাদের জন্য মেডিকেল সাপোর্ট ও চিকিৎসা টীম গঠন। গুলিবিদ্ধ, পঙ্গু, চোখ হারানো, ট্রমাগ্রস্ত-এই যোদ্ধাদের জন্য দলীয় অর্থায়ন বা সহযোগিতায় চিকিৎসা সহায়তা, কাউন্সেলিং, সাপোর্ট সেশন শুরু করতে হবে। এরা রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছে, এদের শরীর আজ রাষ্ট্রই ক্ষতবিক্ষত করেছে। দায়িত্ব এড়ানো যায় না।

‎৪। জুলাই যোদ্ধাদের রাজনৈতিক ও সংগঠনগত স্বীকৃতি নিশ্চিতকরণ। আমরা চাই-দলীয় নীতিতে আমাদের ভূমিকা ও অবস্থান স্পষ্ট হোক। যারা জীবন বাজি রেখে রাস্তায় দাঁড়িয়েছে, তাদের ভবিষ্যৎ রাজনীতিতে কী স্থাদ-তা পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে।

‎৫। আহত জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ণ দলীয়ভাবে নিশ্চিত করা যারা আন্দোলনের গুলিবিদ্ধ হয়েছেন, চোখ হারিয়েছেন, পদ হয়েছেন, শারীরিক মানুষিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাদের ত‍্যাগ ও অবদান দলীয় ভাবে স্বীকৃতি দিতে হবে।

‎ এই দাবি বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে, বিশেষ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট পৌঁছানোর জন্যই এই প্রেস লিষ্ট তৈরী করা হয়েছে।

‎আমরা চাই, দলের ৩১ দফা, রাষ্ট্র মেরামতের অঙ্গীকারনামা এবং পরবর্তী সকল কর্মকুচিতে জুলাই যোদ্ধাদের ন্যায্য অধিকার স্পষ্টভাবে যুক্ত করা থেকে। জুলাই আন্দোলন শুধু কোনো রাজনৈতিক মুহূর্ত ছিল না-এটা ছিল আমাদের রক্ত, আশা, হারিয়ে যাওয়া প্রবিষ্যৎ নিয়ে দাঁড়িয়ে থাকা যুদ্ধক্ষেত্র। এই ত্যাগ যেন ইতিহাসে হারিয়ে না যায়-এটাই আমাদের একটাই অনুরোধ।