জুলাই শহীদ দিবস উপলক্ষে মনোহরগঞ্জে শিবিরের রচনা প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ

শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫

 

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

জুলাই শহীদ দিবস উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে রচনা প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (৬সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল নোমান।
প্রধান আলোচক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের দাওয়াহ ও শিক্ষা সম্পাদক সাফায়েত উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির মনোহরগঞ্জ উপজেলা পূর্বের সভাপতি রবিউল হোসেন, সাবেক মনোহরগঞ্জ পূর্বের সভাপতি জহিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর হাওলা ইউনিয়ন আমীর মাওলানা মনিরুজ্জামান ভুঁইয়া, উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক হুমায়ুন কবির সেলিম, কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম।
উত্তর হাওলা ইউনিয়ন শিবিরের সভাপতি রিয়াদ ভুঁইয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন লক্ষণপুর ইউনিয়ন শিবিরের সভাপতি মেহেদী হাসান, স্থানীয় জামায়াতে ইসলামী নেতা মাঈন উদ্দিন, সাফায়েত হোসেন, হাফেজ মাওলানা রহমত উল্লাহ,মোর্শেদ আলমসহ বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন শিবিরের আয়োজনে রচনা প্রতিযোগিতায় ২শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে। প্রতিযোগীদের মধ্যে থেকে ৫০ জন শিক্ষার্থী কে পুরষ্কার প্রদান করা হয়।এছাড়াও সকল অংশ গ্রহণকারী শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের কলমসহ শিক্ষা সামগ্রী উপহার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে।আজকের এই আয়োজন তারই ধারাবাহিকতার একটি অংশ।
তারা বলেন- জুলাই শহীদ দিবস বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম দিন।যারা এই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন, আমরা সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি দিবসটিকে স্মরণীয় করে রাখতে আয়োজিত রচনা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা যে চমৎকার লিখেছেন, এতে আমরা মুগ্ধ। আজকের আয়োজনে অংশগ্রহণ কারীদের মধ্য থেকে যারা বিজয়ী হয়েছো এবং যারা বিজয়ী হতে পারো নাই সকলকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বক্তারা আরো বলেন -ইসলামি ছাত্র শিবির দূর্নীতি, চাঁদাবাজমুক্ত ক্যাম্পাস ও সমাজ গড়ার জন্য ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে।পাশাপাশি শিবির শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে।