জেলা প্রশাসন মৌলভীবাজারের সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা

বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩

 

জাতির সংবাদ ডটকম।।

শ্রবণ, স্বাস্থ্য এবং মানসম্মত জীবনযাপন এর উপরে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যক্রম গ্রহণে কমিউনিটিকে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে ২৬ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ “আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস” উদযাপিত হয়েছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় দিবসটি উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজারের আয়োজনে এবং জেলা প্রশাসন, মৌলভীবাজারের সহযোগিতায় আজ বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মৌলভীবাজার ড. উর্মি বিনতে সালাম এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মৌলভীবাজার  প্রভাংশু সোম মহান।