জোড়াতালি দিয়ে চলছে বিসিবিঃ আসিফ মাহমুদ

রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

ক্রীড়া প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন জোড়াতালি দিয়ে চলছে এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে।

আজ রোববার (১৭ নভেম্বর) দুপুরে সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ বলেন, ‘দেশে এখন ১ কোটি ৮ লাখ বেকার। আর ন্যূনতম স্নাতক বেকারের সংখ্যা ২৬ লাখ। তবে আগামী ২ বছরের মধ্যে ৫ লাখ কর্মসংস্থান তৈরি করা হবে।

এরই মধ্যে ৮৬ হাজার ২৭৭ জনকে চাকরি দেওয়া হয়েছে বলেও জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা।

বিসিবি প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘বিসিবি জোড়াতালি দিয়ে চলছে। নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে। এছাড়া প্রতিটি ফেডারেশনের জবাবদিহি নিশ্চিতে প্রতিবছর কার্যক্রমের রিপোর্ট ও অডিট রিপোর্ট দেওয়া হবে। কেউ যদি দুর্নীতি করে সেটাও খতিয়ে দেখা হবে। তবে ফুটবলসহ বেশ কিছু ফেডারেশন স্বায়ত্তশাসিত। তাই সেখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই।

ফেডারেশনের পুনর্গঠন প্রক্রিয়া চলমান আছে বলেও জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘বিভিন্ন কমিটি নিয়ে যে অভিযোগ আছে, তা খতিযে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে স্থবিরতা আছে, সেখানে নতুন কমিটি করে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে।