মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী জামায়ত কর্মী কামরুল ইসলামের উপর হা*মলার ঘটনা ঘটেছে। সন্ধায় জোরারগঞ্জ স্কুল গেইটে সস্ত্রাসী রিপনের নেতৃত্বে এ হামলা হয়। আহত কামরুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মস্তান নগর হাসপাতালের ডিউটিরত ডাক্তার জানান, মিরসরাই জোরারগঞ্জ থানার উত্তর তাজপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে কামরুল (২৬) হামলায় আহত হয়ে চিকিৎসা নেন। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।