
জাতির সংবাদ ডটকম ডেস্ক।।
গাজীপুরের টঙ্গী এলাকার টি আ্যান্ড টি পাড়া ১১ বছরের শিশু ইব্রাহিম খলিলুল্লাহ গত ৪ অক্টোবর সকাল থেকে নিখোঁজ রয়েছে।
সে পুবাইলের জাপানি ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। নিখোঁজ ইব্রাহিমের বাবা খোরশেদ আলম ও মা লাকি বেগম জানান, সেদিন সকাল দশটার দিকে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেন নি তাদের ছেলে সে নিখোঁজের সময় লাল টি-শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত ছিল।
পরিবার জানায়, বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মিলেনি। নিখোঁজের পর থেকে পরিবারের নেমে আসছে গভীর শোক উদ্বেগের ছায়া।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি ইব্রাহিমের খোঁজ দিতে পারেন পরিবার সারা জীবন কৃতজ্ঞ থাকবে এবং পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে।
যোগাযোগের নাম্বার : মা : ০১৯৩২৮৬০২৯৩ বাবা: ০১৭৮৯৬৭৮৭৪১
এবিষয়ে টঙ্গী পূর্ব থানা জিএমপি, গাজীপুরে সাধারণ ডায়েরি করা হয়েছে যার নং: জিডি ট্রাকিং নংঃ AMAT, জিডি না: ২৮৭,
তারিখ: ০৫/১০/২০।