
ক্রীড়া প্রতিবেদক: নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে এগিয়ে আছে বাংলাদেশ। এবার সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস।প্রথম ম্যাচের একাদশ থেকে পরিবর্তন করা হয়েছে দুটি।
এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে পরীক্ষার কথা আগেই জানিয়েছিলেন লিটন। এজন্য শরিফুল ইসলামের জায়গায় নেওয়া হয়েছে তানজিম সাকিবকে। আর রিশাদ হোসেনের পরিবর্তে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ।
প্রথম ম্যাচে ২ ওভারে ১৬ রান খরচে উইকেট পাননি রিশাদ। শরিফুলও ৪ ওভারে ৩০ রান দিয়ে ছিলেন উইকেটহীন। আজ জিতলে টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। আগের ম্যাচের দল থেকে একটি পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস। টিম প্রিঙ্গলের জায়গায় এসেছেন ব্যাটসম্যান সিকান্দার জুলফিকার।
একাদশে ফিরেই ঘূর্ণি জাদু দেখালেন নাসুম আহমেদ। নিলেন ২ বলে ২ উইকেট। তৃতীয় ওভারে আক্রমণে এসে পরপর দুই বলে নিলেন মাক্স ও’ডাউড ও আনিল তেজা নিদামানুরুকে ফেরান তিনি। নাসুমের দ্বিতীয় বল তুলে মারতে গিয়ে ডাচ ওপেনার ও’ডাউড টাইমিং করতে পারেননি, মিড অনে তাওহিদ হৃদয়ের হাতে তুলে দেন সহজ ক্যাচ (৮ রান)।
পরের বলেই ফেরেন তেজা নিদামানুরু (০)। স্কয়ার কাট করার চেষ্টায় শর্ট ব্যাকওয়ার্ড পয়েন্টে পারভেজ হোসেন ইমনকে ক্যাচ দেন তিনি। এরপর তাসকিন আহমেদ ফেরান ১৭ বলে ২৪ করা ব্রিক্রমজিৎ সিংকে। স্লোয়ারে বিভ্রান্ত হয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে তানজিম হাসানকে ক্যাচ দেন তিনি।
৮ ওভার শেষে ৩ উইকেটে ৫৪ করেছে নেদারল্যান্ডস। পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে স্কোর ছিল ৩ উইকেটে ৪০। তানজিম হাসানের করা সপ্তম ওভারে ফিল্ডার তাওহিদ হৃদয় বল হাতে দৌড়ে গিয়ে স্টাম্প ভাঙতে চাইলেও পারেননি।
বাংলাদেশের একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।
নেদারল্যান্ডস একাদশ: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোস, মাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, আনিল তেজা নিদামানুরু, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমাদ, ড্যানিয়েল ডোরাম, সিকান্দার জুলফিকার।