টানা চতুর্থবার বিশ্বের শীর্ষ গবেষকের তালিকায় স্থান পেলেন ড. তৌফিকুল ইসলাম

রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

 

বেরোবি প্রতিনিধি।।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম আন্তর্জাতিক গবেষণা জগতে অনন্য মর্যাদা অর্জন করেছেন। তিনি টানা চতুর্থবারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ যৌথভাবে পরিচালিত জরিপে এই তালিকা প্রকাশ করা হয়।

ড. তৌফিকুল ইসলামের গবেষণার ক্ষেত্র পরিবেশ বিজ্ঞান, উপশাখা আবহাওয়া ও বায়ুমণ্ডল বিজ্ঞান। তাঁর আন্তর্জাতিক র‌্যাঙ্ক (উপশাখা) ২৮২, এইচ-ইন্ডেক্স (H-index) ২৮ এবং এইচএম-ইন্ডেক্স (Hm-index) ১২।

ড. তৌফিকুল ইসলাম সংবাদকর্মীদের জানান, “তরুণদের বলব, কঠোর পরিশ্রম করো, সাফল্য আসবে। গবেষণাকে আবেগ হিসেবে নাও, সফলতা তোমাকে খুঁজে পাবে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তন, জল সম্পদ ও ভূগর্ভস্থ জলের গবেষণায় আমি শীর্ষ অবস্থানে আছি।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন এই গৌরবোজ্জ্বল অর্জনকে স্বীকৃতি জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে, ড. তৌফিকুল ইসলামের গবেষণা বেরোবি ও বাংলাদেশের আন্তর্জাতিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।