টি-টোয়েন্টি বোলিং রাজত্বের নতুন রাজা কিউই পেসার

বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আগুনে বোলিং করেন জ্যাকব ডাফি। তার অবিশ্বাস্য পারফরম্যান্স ও টিম সেইফার্টের দারুণ ব্যাটিংয়ে পাকিস্তানকে ৪-১ ব্যবধানে সিরিজ হারায় নিউজিল্যান্ড।

পাঁচ ম্যাচের ওই সিরিজে ১৩ উইকেট শিকার করেছিলেন ডাফি। এই দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পাওয়া ডাফির বর্তমান রেটিং ৭২৩। শীর্ষে উঠতে চার ধাপ এগিয়েছেন তিনি।

তাকে জায়গা দিতে চূড়া থেকে নেমে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেন। শুধু আকিল নন, এক ধাপ করে ধারাবাহিকভাবে নেমে গেছেন বরুণ চক্রবর্তী, আদিল রশিদ, হাসারাঙ্গা ও অ্যাডাম জাম্পা।

আর বাংলাদেশের বোলারদের মধ্যে হয়ে এক ধাপ করে উন্নতি হয়েছে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের। ১৯ নম্বরে থাকা লেগস্পিনার রিশাদের বিপরীতে ১৫ নম্বরে আছেন পেসার তাসকিন।