ট্রাম্পকে নোবেল পুরস্কারের মনোনয়নে যে শর্ত দিলেন হিলারি ক্লিনটন

শনিবার, আগস্ট ১৬, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়ার ইঙ্গিত দিয়েছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তিনি বলেছেন, যদি ইউক্রেনের কোনও ভূখণ্ড রাশিয়াকে না দিয়ে ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি করতে পারেন তাহলে তাকে মনোনয়ন দেবেন তিনি।

শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় এক ঐতিহাসিক বৈঠকে বসেন ট্রাম্প। ধারণা করা হয়েছিল, পুতিনের কাছ থেকে অন্তত যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি আদায় করতে পারবেন ট্রাম্প। তবে তার কিছুই হয়নি। উল্টো ট্রাম্প ভূখণ্ড দিয়ে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে চুক্তি করার আহ্বান জানিয়েছেন।

এর আগে হিলারি ক্লিনটন বলেছিলেন যদি ট্রাম্প ইউক্রেনের ভূখণ্ড ছাড়া যুদ্ধবিরতি করাতে পারেন তাহলে তাকে নোবেলের জন্য মনোনয়ন করবেন।

তিনি এক পডকাস্ট বক্তব্যে বলেন, “যদি ট্রাম্প এই ভয়ানক যুদ্ধ বন্ধ করতে পারেন, যদি তিনি এমন জায়গায় যুদ্ধ বন্ধ করতে পারেন যেখানে ইউক্রেনকে তার ভূখণ্ড আগ্রাসনকারীর কাছে ছেড়ে দিতে হবে না। তিনি পুতিনের সামনে দাঁড়াতে পারেন, এমন কিছু যা আমরা দেখিনি। এটি সুযোগ, যদি ট্রাম্প এমন কিছু করতে পারেন। তাহলে আমি তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করব।”

পুতিনকে শত্রু হিসেবে অভিহিত করে হিলারি ক্লিনটন বলেন, “ট্রাম্প কোনও বন্ধুর সঙ্গে বৈঠক করছেন না। তিনি শত্রুর সঙ্গে বৈঠক করছেন। যিনি যুক্তরাষ্ট্রের এবং পশ্চিমা মিত্রদের ধ্বংস দেখতে চান।”
সূত্র: সিবিএস নিউজ