ট্রাম্প-পুতিনের সরাসরি বৈঠক ছাড়া অগ্রগতি সম্ভব নয়: যুক্তরাষ্ট্র

শুক্রবার, মে ১৬, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তুরস্কে অনুষ্ঠিতব্য ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় বড় কোনো অগ্রগতি হবে বলে তিনি আশাবাদী নন। তিনি বলেন, প্রকৃত অগ্রগতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি বৈঠক করা প্রয়োজন। শুক্রবার (১৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তুরস্কের দক্ষিণাঞ্চলে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর রুবিও বলেন, “আমি মনে করি না তুরস্কে (এই আলোচনায়) বড় কোনো অগ্রগতি হবে, যতক্ষণ না ট্রাম্প ও পুতিন এই বিষয়ে সরাসরি আলোচনায় বসেন।”

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশ আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠাবে ইস্তানবুলে। তবে তিনি রাশিয়ার প্রতিনিধি দলের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, কারণ রাশিয়ার পক্ষে আলোচনায় নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি।

যদিও মেদিনস্কি বলেছেন, তাদের প্রতিনিধি দলের সদস্যদের প্রয়োজনীয় সব দক্ষতা ও ক্ষমতা রয়েছে।

এর আগে, মধ্যপ্রাচ্য সফররত ডোনাল্ড ট্রাম্পও বলেন, তার ও পুতিনের সরাসরি সাক্ষাৎ ছাড়া (ইউক্রেনে শান্তি ফেরানোর কাজে) কোনো বাস্তব অগ্রগতি আশা করা যাচ্ছে না।

বিবিসিকে এয়ার ফোর্স ওয়ানের ভেতরে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “পুতিন জানেন আমি না থাকলে তিনি যাবেন না। আর আমার ধারণা, আমরা মুখোমুখি না হওয়া পর্যন্ত কিছুই হবে না—আপনারা সেটা পছন্দ করুন আর না করুন।”

তিনি আরও বলেন, “আমাদের এই সংকটের সমাধান করতেই হবে, কারণ প্রচুর মানুষ মারা যাচ্ছে।”

ট্রাম্প জানান, পরিস্থিতি উপযুক্ত হলে তিনি শুক্রবার ইস্তানবুলের আলোচনায় যোগ দিতে পারেন, তবে পরে বলেন— তিনি সম্ভবত ওয়াশিংটন ফিরে যাবেন।

তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলগুলোর মধ্যে বৃহস্পতিবার ইস্তানবুলে ২০২২ সালের পর প্রথমবারের মতো সরাসরি আলোচনা হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নির্দিষ্ট সময় ঘোষণা করা হয়নি। বিভিন্ন সূত্রে জানা গেছে, আলোচনাটি হয়তো শুক্রবার অনুষ্ঠিত হতে পারে।