ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে একই বিস্কুট খাওয়ার পরপরই ষষ্ঠ শ্রেণির পাঁচ ছাত্রী শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় বিদ্যালয়সহ পুরো এলাকায় উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
স্কুলসূত্র জানায়, সকাল ১০টার অ্যাসেম্বলি শেষে শিক্ষার্থীরা ক্লাসে ফেরে। কিছুক্ষণের মধ্যেই পাঁচ ছাত্রী হঠাৎ শ্বাস নিতে কষ্ট অনুভব করে। প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে সবাইকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সহকারী শিক্ষক জয়নাল আবেদীন বলেন, “একজনের পরে আরেকজন অসুস্থ হয়ে পড়ায় আমরা দ্রæত চিকিৎসার ব্যবস্থা করি। কী কারণে এমন হলো বুঝে উঠতে পারছি না।”
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. জাকিয়া আক্তার জুই জানান, “পাঁচজনই শ্বাসকষ্ট নিয়ে এসেছে। তাদের জিজ্ঞেস করে জানা গেছে অ্যাসেম্বলি শেষে সবাই একই ধরনের বিস্কুট খেয়েছিল। এরপরই উপসর্গ দেখা দেয়।”
তিনি বলেন,“ফুসফুস পরিষ্কার রয়েছে। জ্বর বা কাশিও ছিল না। এই হঠাৎ শ্বাসকষ্টের কারণ নিশ্চিত হতে বিস্কুটটি মেয়াদোত্তীর্ণ ছিল কি না সেটি পরীক্ষা করা জরুরি।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ছাত্রীদের অক্সিজেন দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মুখে খাবার আপাতত নিষেধ। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর সঠিক কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
এক অসুস্থ শিক্ষার্থীর অভিভাবক বলেন, “মেয়ে সকালে ভালো ছিল। স্কুলে গিয়ে এমন অবস্থায় পড়বে ভাবতেই পারছি না।”
ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। অনেক অভিভাবক দুপুরেই সন্তানদের বাড়িতে নিয়ে যান।