ডাকসু নির্বাচনে সাংবাদিক তরিকুলের মৃত্যুতে শোক জানিয়েছে বিআরজেএফ

মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) কার্জন হল কেন্দ্রে সংবাদ সংগ্রহের সময় তরিকুল শিবলী (৪০) নামে সাংবাদিকের মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন  (বিআরজেএফ)।

‎মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিআরজেএফ’র যুগ্ম সম্পাদক রাসেল আহমেদ স্বাক্ষরিত  সভাপতি কামাল উদ্দিন আহমেদ  ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন রাকিব  এক যৌথ বিবৃতি শোক বার্তা দিয়েছেন।

‎ শোকবার্তায় মরহুমের রোহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

‎উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) কার্জন হল কেন্দ্রে সংবাদ সংগ্রহের সময় তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।


‎মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


‎ঘটনাস্থলের সহকর্মীরা জানান, ডাকসুর সংবাদ সংগ্রহের সময় ঢাবির কার্জন হলের ভেতর লাইভে ছিলেন তরিকুল শিবলী। হঠাৎ অচেতন হয়ে পড়ে যান। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।