ডা. জাফুরুল্লাহ’র সাথে নেপালের এনজিও ফেডারেশনের উপদেষ্টা শান্তা লালের বৈঠক

বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩

জাতির সংবাদ ডটকম।।

বুধবার, (১৫ মার্চ) দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালের কেবিনে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাথে বৈঠক করেন, নেপাল থেকে আগত অতিথি শান্তা লাল মূলমী, তুলসী মেহের ইউনেস্কো ক্লাবের সভাপতি, নেপাল এনজিও ফেডারেশন, সোশ্যাল ওয়ার্কার্স গ্রুপ, এনসিডি সোশ্যাল অ্যালায়েন্স এবং এশিয়ান ইয়ুথ সেন্টারের উপদেষ্টা, এবং ছাত্র লসমী রুদ্র লাল মূলমী মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান। নেপালে তিনি একজন জনপ্রিয় প্রবীণ এনজিও সংগঠক। গত তিন দশক থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাথে তাঁর গভীর বন্ধুত্ব। তিনি যখনই বাংলাদেশে সফরে আসেন তখনই ডা. জাফরুল্লাহ’র সাথে সাক্ষাত করেন। গত ১২ মার্চ ডাব্লিউবিবি ট্রাস্ট কর্তৃক শান্তা লাল মূলমী লেখা বই “নিরলস যাত্রা ( Relentless Journey)” শূভ উদ্ভোধন হয়। উক্ত বইটি প্রিয় বন্ধুকে তার লেখা বই “নিরলস যাত্র ( Relentless Journey)” উপহার দিতে পেরে তিনি আনন্দিত। এসময় শান্তা লাল মূলমী তুলসী বলেন, ‘ডা. জাফরুলাহ চৌধুরী পৃথিবীতে “পাবলিক হেলথ মুভেন্ট (PHM)” নেতা।

তাঁর ঐতিহাসিক বই ‘দ্য পলিটিক্স অব এসেনশিয়াল ড্রাগস: দ্য মেকিংস অব এ

সাকসেসফুল হেলথ ট্রাজেটি: লেসনস ফ্রম বাংলাদেশ (১৯৯৫) সারা পৃথিবীতে

চিকিৎসা সেবায় অসামান্য বই। ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময় থেকে আরম্ভ করে নিরলসভাবে সুদীর্ঘ ৫১ বছর দেশের গরীব অসহায়দের চিকিৎসা সেবা ও নারীর ক্ষতায়নে বিশেষভাবে সাহায্য দিয়ে যাচ্ছেন, যা সারা বিশ্বের জন্য অনুকরনীয়। তিনি অসুস্থ্য ডা. জাফরুল্লাহ’র দ্রুত সুস্থ্যতা কামনা করেন।‘

 

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি. জাফরুল চেীধুরী নেপাল থেকে আগত তার প্রিয় বন্ধু শান্তা লাল মূলমীর উদ্দেশ্য বলেন, “নেপালে তিনি একজন জনপ্রিয় প্রবীণ এনজিও সংগঠক। পাবলিক হেলথ, রোরাল ওমেনদের শিক্ষার উন্নয়ন, এনভারমেন্ট, মাদকের বিরুদ্ধে তিনি দেশে বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন, বহু গুনের অধিকারী তিনি। গণস্বাস্থ্য কেন্দ্রের ৩৫তম পূর্তি উপলক্ষে শান্তা লাল মূলমী অতিথি হিসাবে এসে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে আমদেরকে গৌরবান্বিত করেছিলেন। নেপালের বহু ছাত্র ছাত্রী আমাদের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে পড়াশুনা করে এবং পাশাপাশি শান্তা লাল মূলমীর

কারনে নেপালে গণস্বাস্থ্য খুবই পরিচিত নাম। প্রিয় বন্ধুর মাধ্যমে নেপালের জনগনের প্রতি ভালবাসা জানাই।”

 

দুই বন্ধু একান্ত কিছুসময় বৈঠক করে বিদায় নেন। বৈঠক শেষে শান্তা লাল মূলমীর সাথে মতবিনিময় করেন, গণস্বাস্থ্য নগর হাসাপাতেলের পরিচালক, নাক কান ও গলা বিশেষজ্ঞ অধাপক ডা: বদরুল আলম, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা: সাঈদ-উজ-জামান(অপু),

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, উপস্থিত ছিলেন ডাব্লিউবিবি

ট্রাস্ট এর প্রজেক্ট অফিসার সামিউল হাসান সজিব।

 

শান্তা লাল মূলমী গণস্বস্থ্য কেন্দ্রের ডায়ালাইসিস সেন্টার, ক্যান্সার সেন্টার, হাসপাতালসহ সারাদেশে পাবলিক হেলথের কার্যক্রমের খোজ খবর নেন। এসময়

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু অতিথির নিকট জানতে চান,

বাংলাদেশের গণস্বাস্থ্যের সাথে নেপালে যৌথভাবে কাজ করার ইচ্ছা আছে কিনা। উত্তরে শান্তা লাল মূলমী বলেন, সুযোগ ও সময় পেলে গণস্বাস্থ্য যেসকল কল্যানমূখী কাজ করে তার সবগুলির সাথে নেপালে যৌথভাবে কাজ করার আমার ইচ্ছা আছে। অতিথিকে

গণস্বাস্থ্য কর্তৃক সদ্য প্রকাশিত “পাবলিক হেলথ থ্রো দ্য লেন্স- “ বইটি উপহার দেওয়া হয়।