ডেসটিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিঃ এর বিশেষ সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটি নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত

সোমবার, এপ্রিল ৭, ২০২৫

শাহজালাল (রাসেল)

সোমবার (৭ এপ্রিল) রাজধানীর কাকরাইলের সাহারা সেন্টারে সমিতির কার্যালয়ে, এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ০৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনে ৩৩৯৫ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ১২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচিত হয়েছেন সভাপতি পদে শহিদুল ইসলাম, সহ-সভাপতি পদে এ টি এম গাউসুল ওয়াজেদ, সম্পাদক পদে আলী আজম, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন এবং কোষাধ্যক্ষ পদে আবুল হাছান, সদস্য পদে এটিএম খুরশিদ আলম, মোঃ শাহজালাল আনসারী ও সুখদেব চন্দ্র দাসসহ আরও কয়েকজন প্রার্থী।

 

এ সময় একাধিক প্রার্থী বলেন, “বিগত সরকারের আমলে আমরা অনেক নিপীড়নের শিকার হয়েছি। আজকের এই নির্বাচন আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি বড় পদক্ষেপ। সরকার যদি সহযোগিতা করে, আমরা চাই এই সমবায়কে কাজে লাগিয়ে দেশের বেকার যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে। উদ্যোক্তা তৈরির একটি মডেল হিসেবে কাজ করবে ডেসটিনি।”

 

প্রার্থীরা আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সমিতির কার্যক্রম পরিচালনা করে জনগণের হারানো আস্থা পুনরুদ্ধার করা হবে। ভবিষ্যতে সদস্যদের বিনিয়োগ নিরাপদ ও লাভজনক করার পরিকল্পনাও তুলে ধরেন তারা।

 

ডেসটিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিঃ এর ২০২৫ নির্বাচন কমিটির সভাপতি ও সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক রিক্তা দত্ত এর সভাপতিত্বে বিশেষ সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক জেবুন নাহার।