ঢাকাস্থ চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

রবিবার, মার্চ ৯, ২০২৫

শাহজালাল (রাসেল)

গতো ০৭ মার্চ শুক্রবার রাজধানীর মতিঝিল এজিবি কলোনি সরকারি কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. এবিএম ছিদ্দিকুর রহমান নিজামী।

 

ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সোলাইমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি সহ-সভাপতি ও ব্যবসায়ী মোঃ শওকত আলী বাবু।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা।

 

এ ছাড়াও ঢাকাস্থ চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকায় বসবাসরত চৌদ্দগ্রাম উপজেলার সাধারণ জনগন উপস্থিত ছিলেন।