ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান করেন ঢাকা কলেজে র সাবেক ভিপি মীর নেওয়াজ আলী

বুধবার, জুলাই ৩০, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আজ বুধবার (৩০জুলাই) লালবাগ রহমতুল্লাহ স্কুল ও এলাকায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও রেলি পরিচালনা করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন মীর নেওয়াজ আলী নেওয়াজ ঢাকা কলেজের সাবেক ভিপি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ যুব বিষয় সম্পাদক এর উপস্থিতিতে বর্জ্য ব্যবস্থানা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় সোসাইটির জনগন এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।

সকাল ০৯ঃ ০০ ঘটিকায় শুরু হওয়া এ পরিচ্ছন্নতা অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতা কর্মী, স্বাস্থ্য বিভাগের মশক কর্মীদের দ্বারা বিভিন্ন এলাকায়
পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশার ঔষধ প্রয়োগ করা হয়।

পরিচ্ছন্নতা প্রোগ্রাম চলাকালীন ঢাকা দক্ষিণ সিটি অঞ্চল ৩ কর্মকর্তা জনাব মোহাম্মদ শফিউর রহমান বলেন, বর্ষার মৌসুমকে মাথায় রেখে ডেঙ্গু প্রতিরোধে আমরা দুটি স্তরে কার্যক্রম শুরু করেছি, প্রথমটি হলো নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম। দ্বিতীয়টি হল বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম এবং জনগনকে সম্পৃক্তকরণ জনসচেতনতামূলক র‍্যালি যা পর্যায়ক্রমে ডিএসসিসির অঞ্চল ৩এর কর্মকর্তা করা বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

মীর নেওয়াজ আলী আরো বলেন, নগরবাসীকে সচেতনত হতে হবে এবং বাসার ভেতরে, ফুলের টব, চৌবাচ্চা ও বারান্দায় জমে থাকা পানি তিনদিনের ভেতরে নিজ উদ্যোগে ফেলে দিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন এবং নগরবাসীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ ছাড়াও অভিযান কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে জনসচেতনতামূলক একটি র‍্যালি হয়।