স্টাফ রিপোর্টার:
গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক ও ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর মিরপুরের শাহ আলীর মাজার এলাকা থেকে সকাল ১০টার দিকে প্রচারে নামেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের প্রথম দিনে বিশাল একটি মিছিল নিয়ে সানজিদা ইসলাম তুলি হেঁটে হেঁটে প্রচারণা শুরু করেন। এসময় তিনি বিভিন্ন এলাকায় যান। রাস্তাঘাট পথচারী ও ভোটারদের সঙ্গে কথা বলেন। তাদের কাছে তিনি ভোট, দোয়া ও সমর্থন চান। তার এই প্রচারণা দিনভর চলবে বলে জানিয়েছে নেতাকর্মীরা।
নির্বাচনি প্রচারে সানজিদা ইসলাম বলেন, ‘গুম, খুন ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য।’
এর আগে গতকাল বুধবার বিএনপির প্রার্থী হিসেবে তিনি নির্বাচন কমিশন থেকে প্রতীক হিসেবে ধানের শীষ বরাদ্দ পান।
এই আসনে সানজিদা ছাড়াও জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবু ইউসুফ, বাংলাদেশ সমাজবাদী পার্টির (বিএসপি)
মো. ওসমান আলী, জাতীয় পার্টির (জাপা) মো. হেলাল উদ্দীনসহ আরও নয় প্রার্থী লড়ছেন।
সানজিদার ভাই সাজেদুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে তুলে নেয় র্যাবের একটি দল। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর থেকে তিনি ভাইসহ অন্য ব্যক্তিরা যারা গুমের শিকার হয়েছেন তাদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছিলেন। গত ১২ বছর ধরে তিনি এ কাজ নিরলসভাবে করে যাচ্ছেন। এখনো করছেন।
এসময় ওই আসনের বিএনপি, যুবদল , ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ওলামা দল, তাঁতি দলের থানা, ওয়ার্ড, ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।