ঢাকা-১৭: তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণা শুরু

বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আজ ঢাকা-১৭ আসনে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে । প্রচারণা কার্যক্রম শুরু হয় রাজধানীর ওয়ারলেস গেট থেকে, যেখানে বিপুল সংখ্যক সমর্থক ও স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঢাকা -১৭ আসনে নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম ও যুগ্ম সমন্বয়ক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে বিশাল একটি মিছিল মহাখালী -গুলশান রোড হয়ে সাত তলা বস্তিতে গিয়ে শেষ হয়।
এ সময় তারা রাস্তার দু’পাশে থাকা সাধারণ জনগণ দোকানদার রিক্সাওয়ালা দের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চায়।

প্রচারাভিযানে অংশ নেওয়া নেতাকর্মীরা সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঢাকা-১৭ আসনে জনাব তারেক রহমানের প্রার্থিতা ও দলের প্রতীক ‘ধানের শীষ’ এর প্রচারকে এগিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

প্রচারাভিযান চলাকালীন সমর্থকদের মধ্যে উল্লাস ও উৎসাহ দৃশ্যমান ছিল। নেতাকর্মীরা সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা করেন এবং ভোটারদের অংশগ্রহণের আহ্বান জানান।

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের ভোটের প্রচারণা আজ থেকে শুরু হলেও আগামী দিনে আরও বিস্তৃত রোড শো, সভা এবং ভোটারদের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে প্রচারণা অব্যাহত থাকবে বলে জানান ১৭ আসনের নেতা কর্মীরা।
এ সময় ১৭ আসনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।