তপ্ত ঢাকায় ফের স্বস্তির বৃষ্টি

শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ গত তিন থেকে চার দিনের তীব্র তাপদাহে জনজীবন ত্রাহি অবস্থার মধ্যে ফের রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। শনিবার সকাল ১০ টার পর থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় বাতাস বইতে থাকে। এর পরে ১১ টার পর থেকে শুরু হয় বৃষ্টি ফলে নগরের তাপমাত্রা কিছুটা প্রশমিত হয়।

বৃষ্টিতে তাপমাত্রাও কিছুটা কমেছে। এতে স্বস্তি মিলেছে জনজীবনে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় টিপ টিপ বৃষ্টি ঝরছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ‘আজ দেশের উপকূলে বৃষ্টি হতে পারে। তবে ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। আগামী ২ দিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হলে দেশে বৃষ্টি বাড়তে পারে।’

শনিবার দেশের ৬টি অঞ্চলে ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আজ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।