তবুও বসন্ত এসেছে

বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩

 

সেলিনা শেলী

 

বসন্ত এসেছে……

শুকনো পাতাগুলো ঝড়ে পরেছে,

সবুজ পাতায় ছেয়ে যাবে বন-বনানী

নতুন রূপে সাজবে আবার প্রকৃতি।

 

ফুটেছে শিমুল-পলাশ , ফুটবে কৃষ্ণাচূড়াও,

কত ললোনা সাজবে আজ নানান সাজে

শুধু খোপায় ফুল গুঁজে বাসন্তী শাড়িটা পরা হল না আমার !

 

সেই কবে বসন্ত এসেছিলো মনে নেই

গোধূলির আলোয় রাঙায় না আগের মত ,

তটিনীর বুকে আছড়ে পরে না উত্তাল তরঙ্গ !

 

জানি, দক্ষিণ মৃদুল সমিরনে আন্দোলিত হবে পত্র-পল্লব

পুলকিত হবে সদ্য ফোটা নানা রঙের ফুল

কুহু কাকোলিতে মুখরিত হবে চারিপাশ,

শুধু কারো হাতে হাত রেখে হাটা হল না আমার

সাজা হল না কার জন্যে

তবুও বসন্ত এসেছে !!

বসন্ত এসেছে……..