গাজীপুর মহানগরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় তাকওয়া বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের একটি বাস আগুনে পুড়িয়ে দিয়েছে। দুর্ঘটনায় আহত হলেও আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় এ ঘটনা ঘটে।
বাসন থানার উপ-পরিদর্শক মো. মতিউজ্জামান জানান, বুধবার বেলা পৌনে ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর মাহবুব ফিলিং এলাকায় তাকওয়া পরিবহনের একটি মিনিবাস চন্দ্রার দিকে যাচ্ছিল। এ সময় উল্টোপথে একটি সিএনজিচালিত অটোর সাথে বাসটির সংঘর্ষ হয়। এতে অটোটি উল্টে যায়।
এ সময় উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের মিনিবাসে আগুন ধরিয়ে দেয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান উপ-পরিদর্শক মতিউজ্জামান।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, সিএনজিচালিত অটোরিকশা ও তাকওয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষে উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের মিনিবাসটিতে আগুন দেয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।