‘তাড়াহুড়ায় বিয়ে করা উচিত নয়’— নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন মালাইকা

শনিবার, আগস্ট ১৬, ২০২৫

বিনোদন ডেস্ক: আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মালাইকা অরোরা। দীর্ঘদিন একসঙ্গে থাকার পরেও তাদের প্রেম ভেঙে যায়।

বয়সের পার্থক্য নাকি অন্য কোনও কারণে— সে বিষয়ে মুখ খোলেননি কেউই। তবে বিচ্ছেদের পরেও এই জুটিকে নিয়ে চর্চার শেষ নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকাকে প্রশ্ন করা হয়— যদি তাকে তরুণ বয়সে ফিরিয়ে দেওয়া হয় তবে নিজেকে কী পরামর্শ দিতেন? উত্তরে অভিনেত্রী বলেন, “আমি বলতাম, বিয়ের জন্য সময় নাও। এত তাড়াহুড়ো করে বিয়ে করার দরকার নেই। আগে একটু কাজ করো, জীবনের পথচলা বোঝো, তারপর এই সিদ্ধান্ত নাও। আমি খুব অল্প বয়সেই বিয়ে করেছিলাম।”

১৯৯৮ সালে বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মালাইকা। ২০০২ সালে জন্ম হয় তাদের ছেলে আরহান খানের। তবে ২০১৬ সালে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এই তারকা দম্পতি। পরের বছর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের।

আবার বিয়ে করার পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নে মালাইকা বলেন, “নেভার সে নেভার (অর্থাৎ কখনও না বলো না)।”

অভিনেত্রীর কথায়, “আমি একজন ভীষণ রোমান্টিক মানুষ। আমি এখনও প্রেমে বিশ্বাস করি। ভালোবাসা সম্পর্কিত সব কিছুতে আমার আস্থা আছে। তাই কখনও না বলার কিছু নেই।”

মালাইকার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। অনেকে মনে করছেন, খুব শিগগিরই হয়তো জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

অন্যদিকে, বিচ্ছেদের পর দ্বিতীয়বার বিয়ে করেছেন আরবাজ খান। স্ত্রী সুরা খানের সঙ্গে সংসার করছেন তিনি। বিয়ের দেড় বছরের মাথায় এবার মা হতে চলেছেন সুরা।

এরই মাঝে বলিপাড়ায় আবারও গুঞ্জন উঠেছে, মালাইকা ও অর্জুন নাকি ফের একসঙ্গে হতে চলেছেন! যদিও তাদের একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রয়েছে— সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরের প্রতি সমর্থন আর লাইক-কমেন্টই তার প্রমাণ।